ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় আগুনে পুড়লো ২০ ঘর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
ইটনায় আগুনে পুড়লো ২০ ঘর 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের রমনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ইটনা নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জুয়েল মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১২ ব্যক্তির বসতঘর, রান্নাঘরসহ ২০টি ঘর পুড়ে যায়।  

নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহায়তায় স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।