ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেরি করে ‘প্রতীক’ বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ফেরি করে ‘প্রতীক’ বিক্রি ‘প্রতীক’ বিক্রি করে খুশি বিক্রেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘এই মিষ্টি কুমড়া’, ‘এই ঘড়ি’, ‘এই লাটিম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে এভাবেই চলছিল বিভিন্ন প্রতীক নিয়ে হাঁকডাক। তবে তা কোনো প্রার্থীর পক্ষে নয়, বরং প্রতীক সম্বলিত পতাকা-ব্যাজ বিক্রির জন্য। প্রতি পিস ১০ টাকা করে সেগুলো কিনে নিজ নিজ এলাকায় প্রচারণা চালাতে ছুটে গেছেন কাউন্সিলর প্রার্থীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা হয় এসব প্রতীক বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, বিক্রি একেবারে খারাপ না।

ভোটের হাওয়ায় আয়-রোজগার হচ্ছে ভালোই।

প্রতীক বিক্রেতা মো. সোহান বাংলানিউজকে বলেন, ‘সকাল থেকেই এই অফিসের সামনে লেমিনেটিং করা প্রতীক বিক্রি করতেছি। প্রতি পিস ১০ টাকা। বিক্রিও ভালো। ’

আরেক বিক্রেতা মো. ইসলাম ভৈরব থেকে বানিয়ে এনেছেন প্রতীক। তিনি বলেন, ‘আগেই শুনছি শুক্রবার প্রতীক বরাদ্দ দিব। এর জন্যি লেমিনেটিং করে প্রতীক নিয়ে আইছি। ভালোই বিক্রি হচ্ছে। ’

এদিকে, শুক্রবার সকালে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ডিএন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।