ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
সাভারে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের পৃথক স্থান থেকে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে পৌর এলাকার মজিদপুর থেকে শামিমা আক্তার (১৭) ও সন্ধ্যায় জামসিং এলাকা থেকে সাইফুল ইসলাম মনিরের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামিমা আক্তার বগুড়া জেলার দুপচাচিয়া থানার বাসিন্দা।

সে সাভারের একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সাইফুল ইসলাম মনির বরিশাল জেলার মুলাদী উপজেলার চর কমিশনার গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ জানান, সাভার পৌর এলাকার মজিদপুরের এমরানের বাড়ির একটি রুম থেকে বিকালে শামিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সন্ধ্যার দিকে সাভারের রেডিও কলোনি জামসিং এলাকার জাকির হোসেনের বাড়ি থেকে সাইফুল ইসলাম মনিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম ও এসআই মনিরুজ্জামান (পিপিএম) বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শামিমা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে সাইফুল ইসলাম মনিরের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি১২, ২০২০
এসএফ/এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।