ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ার্কার্স পার্টি নেতার ভাই হত্যায় মামলা, গ্রেফতার ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওয়ার্কার্স পার্টি নেতার ভাই হত্যায় মামলা, গ্রেফতার ১

রাজশাহী: ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামালিক দেবুর বড় ভাই কৌশিক প্রামাণিক মিঠুকে (৫০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে রায়হান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে মহানগরীর মতিহার থানায় দেবাশীষ প্রামাণিক দেবু বাদী মামলাটি দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে বাকি চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় হিসেবে আসামি করা হয়েছে।

এর মধ্যে পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলা দায়েরের আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতেই একজনকে আটক করা হয়। পরে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। এবার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গ্রেফতার রায়হান মহানগরীর ধরমপুর এলাকার লাল চাঁদের ছেলে। এছাড়া মামলার প্রধান আসামির নাম সজিবুল হক সজিব (২৫)। তিনি মহানগরীর ধরমপুর এলাকার মৃত আমিনের ছেলে।

সজীব অলিম্পিক কোম্পানির পরিবেশকের সেলসম্যান। আর নিহত কৌশিক এই কোম্পানির রাজশাহীর ব্যবস্থাপক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সজিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে হত্যা করে।

আরও পড়ুন>> ওয়ার্কার্স পার্টির নেতার ভাই নিহত

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।