ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে মহাসড়ক অবরোধ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
সাভারে মহাসড়ক অবরোধ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাভার (ঢাকা): সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।  

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি গেন্ডা পর্যন্ত গিয়ে শেষ হয়। ফলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।  

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই।  

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।