ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাতারে ফিরতে চান সাড়ে ১২ হাজার প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
কাতারে ফিরতে চান সাড়ে ১২ হাজার প্রবাসী দেশে আটকে পড়া কাতার প্রবাসীদের মানববন্ধন কর্মসূচি

ঢাকা: দেশে অবস্থানরত প্রায় সাড়ে ১২ হাজার প্রবাসী কাতার ফেরত যেতে চান। ভিসা সহজ করে কাতার ফিরে যেতে সরকারের কাছে দাবি জানিয়ে আন্দোলন করছেন তারা।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন দাবি জানান প্রবাসীরা।

প্রবাসীদের পক্ষে মিরাজ মুন্সী বলেন, আমরা আটকে পড়া কাতার প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। আমরা প্রায় সাড়ে ১২ হাজার প্রবাসী আমাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা নিজ কর্মস্থলে ফিরে যেতে চাই।

আরেক প্রবাসী ইদ্রিস আলী বলেন, কাতার ফিরে যেতে রি-এন্ট্রি পারমিশন সহজ করতে হবে। এর জন্য আমরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আকুল আবেদন করছি। আমাদের কাতার ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা রেমিটেন্স যোদ্ধা। আমাদের এখানে ফেলে রাখবেন না।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।