ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: দেশব্যাপী শিশু ও নারীর ওপর ক্রমবর্ধমান পৈশাচিক বর্বরতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে রোববার (১১ অক্টোবর) সকালে শহরের মিল্লাত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জ, খাগড়াছড়ি ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত নারীর ওপর নারকীয় পাশবিক নির্যাতন ও সহিংসতায় উদ্বেগ ক্ষোভপ্রকাশ করে জড়িতদের গ্রেফতার ও বিশেষ ট্রাইবুনাল গঠনের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, খাগড়াছড়ি জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব মরিয়ম আক্তর মনি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম অনিকসহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।