ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
বরিশালে বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল: সব বকেয়া পাওনা পরিশোধ করে অবিলম্বে সোনারগাঁ টেক্সটাইল চালু করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শ্রমিকরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তারা অবস্থান করেন।

পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণ মিল বন্ধ করার পর সাত মাস পেরিয়েছে। এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন দিচ্ছে না মালিক পক্ষ। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালু করার দাবি জানাই। তা না হলে তাদের সব দেনা মিটিয়ে কারখানা বন্ধ ঘোষণা করুক। এতে করে শ্রমিকরা অন্যত্র কাজের সুযোগ পাবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সমিতির সভাপতি বেল্লাল হোসেন ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।