ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত প্রতীকী

সিরাজগঞ্জ: জমি নিয়ে বিরোধে জের ধরে সিরাজগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে জেলা সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী একই ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, জোয়ালভাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন ও পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের ওয়াজেদ আলী গংয়ের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে সেই জমিতে চাষের কাজ করছিলেন জয়নাল ও তার ছেলেs আলী। এ সময় প্রতিপক্ষ ওয়াজেদ গংয়ের লোকজনের হামলায় আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।