ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় বিশাল (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিশাল উপজেলার ভাটিকলকিহারা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও ভাটিকলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ বাংলানিউজকে জানান, বিশালের বাবা মনোয়ার হোসেন সকালে ট্রাক্টর নিয়ে চাষ করা জন্য জমিতে যান। একপর্যায়ে ট্রাক্টরটি রেখে বাড়িতে নাস্তা করতে গেলে এই সুযোগে সবার অগাচরে ট্রাক্টরটি চালু করে বিশাল। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশালের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।