ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কামারখন্দে হাজার কেজি সরকারি চালসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
কামারখন্দে হাজার কেজি সরকারি চালসহ ব্যবসায়ী আটক উদ্ধার করা কয়েকটি চালের বস্তা, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা (১০৫০ কেজি) চালসহ আল মাহমুদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানার নেতৃত্বে কামারখন্দ উপজেলার হাঁটখোলার একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় সরকারি ৩৫ বস্তা (১০৫০ কেজি) চাল জব্দ করা হয়। আটক আল মাহমুদের বাড়ি উপজেলার কামারখন্দ গ্রামে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে হাটখোলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মেহেদী ট্রেডার্স নামে একটি গোডাউনে সরকারি সিলমোহরযুক্ত বস্তার চাল সাধারণ বস্তায় ভরা হচ্ছিল। এ অবস্থায় ৩৫ বস্তা চালসহ ওই প্রতিষ্ঠানের মালিক আল মাহমুদকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-সহকারী খাদ্য পরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।