ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরা বন্ধ, বাগেরহাটে ১২ হাজার জেলে পাবেন সরকারি সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ইলিশ ধরা বন্ধ, বাগেরহাটে ১২ হাজার জেলে পাবেন সরকারি সহায়তা

বাগেরহাট: মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষণা অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরসহ সারা দেশের নদ-নদীতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে বাগেরহাটের ১২ হাজার জেলে সরকারি সহায়তা পাবেন।

 

একেকজন জেলেকে সরকারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ কনক বলেন, বাগেরহাট জেলায় ১৫ হাজার ৬০৮ জন ইলিশ শিকারি রয়েছেন। এর মধ্যে ইলিশ শিকার বন্ধ থাকা সময়ে ১২ হাজার জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর আগে ৬৫ দিন বন্ধের সময় আমরা ২৩ হাজার ৪২ জন জেলেকে সরকারি সহায়তা দিয়েছি।  

তবে জেলে ও মৎস্যজীবীদের দাবি, সরকার ইলিশ আহরণ বন্ধের ঘোষণা দিলেও অন্য মাছ ধরার জন্য আমরা নদী ও সাগরে যেতে পারি না। ফলে শুধু ইলিশ শিকারিরা নন, সব জেলেই বেকার হয়ে পড়েন। এজন্য এ সময়ে সব জেলেকেই সরকারি সহযোগিতা দিলে তারা উপকৃত হতেন।

বাগেরহাট জেলায় ৩৯ হাজার ৭৩০ জন নিবন্ধিত এবং ১৩ হাজার ৫৪২ জন অনিবন্ধিত জেলে রয়েছেন।

বাংলাদেশ  সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।