ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের ব্যাংক নথি তলব

স্টাফ করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আওয়ামী লীগ নেতা মোজাম্মেলের ব্যাংক নথি তলব বি এম মোজাম্মেল হক

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের ব্যাংক হিসাবের সব তথ্য চেয়ে নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদক থেকে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) এর মহাব্যবস্থাপক বরাবর এই সংক্রান্ত তলবি চিঠি দিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

বুধবার (১৪ অক্টোবর) দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।  

বিআইএফইউ-কে পাঠানো চিঠিতে বি এম মোজাম্মল হক ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।

বি এম মোজ্জাম্মেলের বিরুদ্ধে এর আগে ২০১৪ সালে মৎস্য উন্নয়ন অধিদপ্তরের অর্থে নিজেদের পুকুর খননের অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলমান ছিল। কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয় ওই অভিযোগের অনুসন্ধান করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ডিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।