ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে প্রধান ডাকঘরের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
নাটোরে প্রধান ডাকঘরের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নাটোর: নাটোরে ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ষষ্ঠতলা বিশিষ্ট প্রধান ডাকঘরের ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।  

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

 

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ওয়াহিদ উজ-জামান, নাটোর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার সোহেলী সুলতানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, রাজশাহী বিভাগীয় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।