ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এমভি মা জাহাজ পুনরুদ্ধারে সহায়তা দিচ্ছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমভি মা জাহাজ পুনরুদ্ধারে সহায়তা দিচ্ছে ভারত

ঢাকা: বাংলাদেশের একটি কার্গো জাহাজ ভারতের বিশাখাপত্তনম বন্দরের উত্তর প্রান্তের কাছে সৈকতে আছড়ে পড়েছে। জাহাজটি পুনরুদ্ধারের জন্য সহায়তা দিচ্ছে ভারত।

 

বুধবার (১৪ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানায়, মঙ্গলবার ভোরে ১৫ জন ক্রু নিয়ে বাংলাদেশি কার্গো জাহাজ এমভি মা বিশাখাপত্তনম বন্দরের উত্তর প্রান্তের কাছে সৈকতে আছড়ে পড়েছে। উত্তাল সমুদ্র ও খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির নোঙর সরে যায়। তবে জাহাজের সব বাংলাদেশি নাগরিক ও ক্রু নিরাপদে আছেন। ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।