ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ৫ রোহিঙ্গা নর-নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
মহেশপুর সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ৫ রোহিঙ্গা নর-নারী আটক আটক পাঁচজন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেফটেল্যান্ট কর্নেল কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ওই উপজেলার ভারত সীমন্তবর্তী যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, তারা ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। আটক পাঁচজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।