ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নড়াইল: নড়াইলের কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়ার শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছেলে প্রকৌশলী শেখ মিজানুর রহমান এই সংবর্ধনার আয়োজন করেন।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কালিয়া গ্রামে মিজানুর রহমান তার নিজ বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করেন।  

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মন্নু, সাবেক উপজেলা কমান্ডার নজরুল ইসলাম, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মাকলুকাত চেীধুরী, জয়নগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার নওশের চেীধুরী, সালামবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী শরীফ আব্দুল মান্নান, খাশিয়াল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার  লুৎফার রহমান, সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আফতাব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর আলোচনা সভা শুরু হয়। আলোচনা পর্বে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।