ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
মিরপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: মিরপুর শাহ আলী মাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরের দিকে সংবাদ পেয়ে মিরপুর শাহ আলী মাজার ৩ নম্বর রোড সংলগ্ন একটি ময়লাযুক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ এতটাই বিকৃত চেনার কোনো উপায় নেই। ওই নারীর  পরনে সালোয়ার কামিজ ছিলো।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।