ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় মাদক মামলায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুববকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন গাইবান্ধা পৌর  শহরের সবুজপাড়ার (সান্দার পাড়া) শহিদুল ইসলামের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ৪ মার্চ জেলা শহর থেকে সাদ্দাম হোসেনকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদ্দামের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অধিকতর তদন্ত শেষে ২০১৮ সালের শেষের দিকে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।  

আদালতে এ মামলায় স্বাক্ষ্য গ্রহণসহ দীর্ঘ শুনানি শেষে বুধবার আসামি সাদ্দাম হোসেনের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।