ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আধুনিক নগরী গড়তে কাজ করে যাচ্ছি: মেয়র টিটু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আধুনিক নগরী গড়তে কাজ করে যাচ্ছি: মেয়র টিটু

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ময়মনসিংহকে একটি আধুনিক, বসবাসযোগ্য ও সুন্দর নগরী গড়তে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর ভিশনকে সামনে রেখে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষকে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সিটি করপোরেশন বদ্ধ পরিকর।

সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নগরের ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

এ সময় নগরের ১৩ নম্বর ওয়ার্ডের ধোপাখলা মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ, ক্যাডেট কলেজের পশ্চিম ও উত্তর পাশে ধোপাখলা এলাকায় এবং উপজেলা পরিষদ থেকে আরকে মিশন কালভার্ট পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণের উদ্বোধন করেন মসিক মেয়র টিটু ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ নগরে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।