ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
সরিষাবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের জমির উদ্দিনের দুই নাতিন শাম্মি আক্তার (৬) ও সামি (৫)।  

জানা যায়, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না কোথাও না পেয়ে পুকুরে পানিতে নেমে তল্লাশি করে। এ সময় পুকুরের এক কিনারায় পানি নিচে তলিয়ে থাকা দুই খালাতো ভাই বোনের জোড়া মরদেহ উদ্ধার করে। একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের শাহিন মিয়ার মেয়ে শাম্মি আক্তার এবং পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ্র খালি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সামি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বাংলানিউজকে জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।