ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের সঙ্গে নদী কমিশনের বৈঠক শিগগিরই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ভারতের সঙ্গে নদী কমিশনের বৈঠক শিগগিরই প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর এক বৈঠকে এ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ভারতীয় হাইকমিশনার জানান, ভারতের কোভিড-১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

আলোচনাকালে তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।