ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
অবৈধ অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ব‌রিশাল: বরিশালে অবৈধ অস্ত্র মামলায় রাসেল মুন্সি নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১৪ অক্টোবর) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে রাসেল অনুপস্থিত ছিলেন।  

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত রাসেল বানারীপাড়া উপজেলার বিশারাকান্দি এলাকার সেরজাহান মুন্সির ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র মামলা দায়ের করেন স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির বাহাদুর।  

মামলায় উল্লেখ করা হয়, রাসেল মুন্সির কাছ থেকে ২০১২ সালের ২৭ নভেম্বর দুপুরে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।  

পরে মামলার তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী হাওলাদার ওই বছরের ১৮ ডিসেম্বর রাসেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় রাসেল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।