ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ টাকার খাজনা ৭০ টাকা আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
১০ টাকার খাজনা ৭০ টাকা আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা  প্রতীকী ছবি

নাটোর: নাটোরে পৌরসভা পরিচালিত শহরের রেলস্টেশন এলাকার কাঁচা বাজারে অনুমোদিত ১০ টাকা খাজনার পরিবর্তে ৭০ টাকা খাজনা আদায়ের অভিযোগে মো. আব্দুল জলিল নামে এক ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় স্টেশন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ শাওন।

এ সময় সহায়তা করেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. নূর মোমেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ শাওন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলার প্রতিটি হাট বাজারে অনুমোদিত খাজনার চার্ট পরিদর্শনপূর্বক খাজনা আদায়ের নির্দেশনা রয়েছে। কিন্ত নাটোর স্টেশন বাজার কাঁচামালের বাজারে সরকার নির্ধারিত খাজনার হার মানা হচ্ছিল না। বরং অনুমোদিত ১০ টাকা খাজনার পরিবর্তে ৭০ টাকা করে অতিরিক্ত খাজনা আদায় করছিলেন ওই ইজারাদার।  
এ নিয়ে ভোক্তাসাধারণের বেশ অভিযোগ ছিলো। অভিযানে এসে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদার আব্দুল জলিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে ইজারাদারকে নিয়মিত খাজনার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।