ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালো আছেন পরিকল্পনামন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ভালো আছেন পরিকল্পনামন্ত্রী  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ফটো

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রীর মনোবল চাঙা আছে, শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

 

বুধবার (১৪ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।  

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বলেন,             
পরিকল্পনামন্ত্রী আজ অনেকটা ভালো। মনোবল বেশ চাঙা। সকালে ও দুপুরে ভালোভাবে খাবার খেয়েছেন। খাবারের স্বাদও পাচ্ছেন। অক্সিজেন স্যাচুরেশনও ভালো-(৯৫-৯৭ এর মধ্যে)।
 
তিনি জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাত ১২টা দিকে তার ফল পজিটিভ আসে। আজ দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে।  

এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।