ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বরূপকাঠিতে ৬ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
স্বরূপকাঠিতে ৬ দোকানিকে জরিমানা প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ৬  ব্যবসায়ীকে  জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১৪ অক্টোবর) নেছারবাদ (স্বরূপকাঠি) উপজেলার সদর বাজারে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মো. সোহায়িব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় পণ্যের মোড়কে বিক্রয় মূল্য ও মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে ৬ দোকানিকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরের জগন্নাথকাঠি, ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরে এ অভিযানে দেশ বেকারি, সোহেল এন্টারপ্রাইজ, জান্নাত অ্যান্ড এস এম এন্টারপ্রাইজ, কেয়া কসমেটিকস, মোহন সাহা স্টোর ও কুদ্দুস স্টোরকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।