ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে খালে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
মানিকগঞ্জে খালে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খালের পানিতে ডুবে নূরুল ইসলাম রিমন নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৪ অক্টোবর) দিনগত মধ্যরাতে খালের কনিয়া বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নূরুল ইসলাম রিমন উপজেলার পাঁচ কনিয়া এলাকার আব্দুল রহমানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মজিবর রহমান বাংলানিউজকে জানান, রিমন বুধবার সন্ধ্যায় পাঁচ কনিয়া এলাকার ব্রিজের ওপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে পা পিছলে খালে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে মৃত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।