ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
বনানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ঢাকা: রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেল গেটে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, রাত পৌনে ৯টার দিকে সৈনিক ক্লাব সংলগ্ন রেলগেটে হেটে রেল লাইন অতিক্রম করছিল ওই ব্যক্তি। এমন সময় কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় ।  

তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার মোবাইল ফোনের মাধ্যমে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে পরিচয় সনাক্ত হতে পারেননি। নিহতের পরনে ছিল সাদা চেক ফুল শার্ট ও লুঙি।

বাংলাদেশ সময় ২৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।