ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বনসাই বাগান পরিদর্শন যুব অধিদপ্তরের ডিজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
বনসাই বাগান পরিদর্শন যুব অধিদপ্তরের ডিজির

গাজীপুর : গাজীপুরের কেএম সবুজের বনসাই বাগান পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আখতার উজ জামান খান কবির। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থতি এই বাগান পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকালে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতার উজ জামান খান কবির বলেন, দেশ-বিদেশে বনসাইর বেশ চাহিদা রয়েছে। বনসাই বেকারদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারে। দেশে যুবদের প্রশিক্ষণে বনসাই প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে ডিজি বলেন, এ কোর্স করলে দেশে বেকারত্ব দূর করা সম্ভব হবে।  

এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক মো. আতিকুর রহমান, গাজীপুর জেলা যুব উন্নয়ন কর্মকর্তা (উপ-পরিচালক) মো. হারুন অর রশিদ খান, গাজীপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনসুরুল ইসলাম মিলন ও বনসাই বাগানের স্বত্তাধিকারী কেএম সবুজ প্রমুখ।  

বাংলাদেশ সময় : ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
আরএস/টিএম/ এসআইএস                   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।