ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে : শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে : শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

নরসিংদী : বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার।

যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে।  

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর  মনোহরদী উপজেলা প্রশাসনের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা রোধ করা সম্ভব। ধর্মের কারণেই মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, মানুষের সঙ্গে মানবিক আচরণ করে। সেজন্য সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।  

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র  আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা ও মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন কুমার রায় প্রমুখ।  

অনুষ্ঠানে মনোহরদী উপজেলার  ৪৩টি পূজামন্ডপে সরকারি তহবিল হতে অনুদান বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময় ০৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।