ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্মঘাতী হামলায় নিহত জঙ্গির মরদেহ হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
আত্মঘাতী হামলায় নিহত জঙ্গির মরদেহ হস্তান্তর প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় নিহত এক জঙ্গির মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করেছে র‍্যাব-১।

শামীম নামে নিহত ওই জঙ্গির মরদেহ রোববার (১৮ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে দাফনের জন্য হস্তান্তর করা হয়।

র‍্যাব-১ এর আইন কর্মকর্তা মো. নজমুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে দীর্ঘদিন মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সংরক্ষিত ছিল। পরে আদালতের নির্দেশে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি রায়েরবাজারে দাফন করা হবে। ’

গত ২০১৭ সালের ১৭ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। বিকট বিস্ফোরণে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আত্মঘাতী হামলাকারীর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর নিহত ওই জঙ্গির মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।