ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের টোলপ্লাজার সামনে ট্রাকচাপায় এক বিজিবি সদস্যের স্ত্রী ও তার শ্যালিকা নিহত হয়েছেন। এছাড়াও ওই বিজিবি সদস্য ও তার শিশু সন্তান আহত হয়েছেন।

 

রোববার (১৮ অক্টোবর) বেলা ১০টার দিকে পরিবার নিয়ে মোটরসাইকেলে সোনামসজিদ বেড়াতে যাওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ওই দুই নারী হলেন, বিজিবি সদস্য রজব আলীর স্ত্রী মাসফুয়া বেগম (২০) এবং তার শ্যালিকা সাথী খাতুন (১৫)।

আহত রজব আলী (২৯) বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বাংলানিউজকে জানান, রজব আলী তিনি তার শিশু সন্তান, স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে সোনামসজিদে বেড়াতে যাচ্ছিলেন। তারা আঞ্চলিক সড়কের টোলপ্লাজার কাছে সোনামসজিদগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে গতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে ছিটকে পড়ে যান। তখন স্ত্রী মাসফুয়া ও শ্যালিকা সাথি খাতুন মারা যান। আহত হন রজব আলী ও তার শিশু সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।