ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরের পদ্মায় অভিযানে ১১ জেলে আটক, জাল-ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
শিবচরের পদ্মায় অভিযানে ১১ জেলে আটক, জাল-ইলিশ জব্দ

মাদারীপুর: মা ইলিশ রক্ষার অভিযানে রোববার (১৮ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার জাল ও ৩০ কেজি পরিমান মা ইলিশ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দিনগত রাতে পদ্মানদীর শিবচর অংশে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকের নেতৃত্বে অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ-পুলিশ সদস্যরা।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে নিয়মিত পদ্মানদীতে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রোববার গভীর রাতে শিবচরের পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১১ জেলেকে আটক, জাল ও মাছ জব্দ করা হয়। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেবেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।