ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক  আটক কিশোর গ্যাংয়ের সাত সদস্য

 

 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন বাহিনীর কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বেগমগঞ্জ থানা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

এর আগে, রোববার (১৮ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করা হয়।

গ্রেফতার সাতজন হলো- কিশোর গ্যাং ‘সুমন বাহিনী’র সদস্য একলাশপুরের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ জহির (১৭); একলাশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ‘হৃদয় গ্রুপ’র সদস্য ইমাম উদ্দিন সাব্বির (১৯), একলাশপুরের কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে ‘তুফান গ্রুপ’র সদস্য জাবেদ (১৮), মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে ‘সম্রাট বাহিনী’র সদস্য নাছরোল্লাহ নেহাল (৩৩)

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটক সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

এছাড়াও ওই এলাকায় কোনো অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। সেই সঙ্গে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বাংলানিউজকে জানান, একাধিক মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।