ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের মরণোত্তর বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
দেশের মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের মরণোত্তর বিচার দাবি অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ অন্যরা, ছবি: জি এম মুজিবুর

ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদের মরণোত্তর বিচার বিভাগীয় তদন্ত কমিশন হোক। সেটা জাতীয় সংসদে হোক, আদালতের মাধ্যমে বা আইন মন্ত্রণালয়ের মাধ্যমেই হোক।

আমাদের একটাই দাবি, এ খুনিদের ও মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতে চাই আগামী প্রজন্মের কাছে।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুরাদ হাসান বলেন, তাদের মরণোত্তর বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে। এ শপথ আমরা আজকে উচ্চারণ করতে চাই। আগামী প্রজন্মের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে চাই।

এ সময় আলোচনায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী তারিন জাহান, জোট নেত্রী চিত্রনায়িকা শাহনুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।