ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুরনো আদল পাচ্ছে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
পুরনো আদল পাচ্ছে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি বঙ্গবন্ধর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (বেগুনি রঙের পাঞ্জাবি পরা), ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়িটি পুরনো আদলে ফিরিয়ে আনা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় বাড়িটি সংস্কার ও রং করে আধুনিক করে ফেলা হয়েছিল।

সেখান থেকে আমরা পুরনো অবস্থায় ফিরিয়ে আনার কাজ করছি।
 
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে টুঙ্গিপাড়ায় একটি সাংস্কৃতিক একাডেমি করা হবে। যেখানে শিল্পকলার সব বিভাগ ও লাইব্রেরি থাকবে। এরই মধ্যে ডিজাইন প্রস্তুত করা হয়েছে। শিগগিরই জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে।  

দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

এ সময় তার স্ত্রী সোহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।