ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্য আটক

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (১৯ অক্টোবর) ৬০ ফিট সড়ক এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন।

আটকরা হলেন- সাগর ওরফে রোমান (১৯), হাতেম আলী (১৯), মুক্তারুজ্জামান (১৯), রাকিব সিকদার (২০), আলামিন হোসেন (১৯), হৃদয় (১৬) ও জীবন (১৬)। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, দু’টি ছুরি ও ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদকসেবী।

লিডার পারভেজের নেতৃত্বে এ কিশোর অপরাধী গ্রুপটি শেরেবাংলা নগর থানার বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় মাদক সেবন, ক্রয়-বিক্রয়, চুরি-ছিনতাই, মারামারি ও ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।