ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে মুরগি বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই, গ্রেফতার ৪

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
সাভারে মুরগি বোঝাই পিকআপ ভ্যান ছিনতাই, গ্রেফতার ৪ সাভারে মুরগি বোঝাই পিকআপ ভ্যান ছিনতাইয়ে গ্রেফতার ৪ আসামি। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটক আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার (১৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে সাভারের হেমায়েতপুর ও ঢাকার শাহআলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার দেউলী গ্রামের বিল্লালের ছেলে খোকন সরদার (২২), একই জেলার সদর থানার গাবেরা গ্রামের খলিলের ছেলে রাব্বি (২১), মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চান্দুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রুবেল (৩৫) ও  নেত্রকোনার আটপড়া থানার কতুবপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে সাহিদুল ইসলাম (৩৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে পিকআপ ভ্যানে মুরগি বোঝাই করে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকার রায়ের বাজারের উদ্দেশ্যে রওনা হন চালক ইব্রাহিম খলিল। পিকআপ ভ্যানটি রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুরে পৌঁছালে পেছন দিক থেকে আসা আরও দু’টি পিকআপ ভ্যান দিয়ে মুরগি বোঝাই পিকআপ ভ্যানটির গতিরোধ করে ছিনতাইকারীরা। পরে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ইব্রাহিমকে নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পিকআপ ভ্যান ও  মুরগির আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে রোববার সকালে সাভার মডেল থানায় ভুক্তোভোগী পিকআপ ভ্যানচালক ও মুরগির মালিক মাহাববুল আলম অভিযোগ করেন।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান বাংলানিউজকে জানান, অভিযোগ পেয়ে রাতেই সড়কের সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করে তাদের আটক করা হয়। পরে ভুক্তোভোগীর অভিযোগটি মামলায় রূপান্তরিত করলে সোমবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।