ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাফরুলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
কাফরুলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নুর-আলম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নুর-আলম কুড়িগ্রাম সদর চেয়ারম্যান বাড়ি এলাকায় কাদের আলীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নুর আলমের সহকর্মী সৈয়দ আলী বাংলানিউজকে জানান, নুর-আলম কাফরুল এলাকায় একটি নির্মাণাধীন ১৪তলা ভবনের সাততলা ভবনে কাজ করছিল। মেশিনের সাহায্যে ইট উপরে তুলছিল নুর-আলম। সাততলায় অবস্থায়রত নুর-আলম মেশিন থেকে ইট নামাতে গিয়ে পড়ে যান।  

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। নুর-আলম নির্মাণাধীন ভবনেই থাকতেন।  

ঢামেক হাসপাতালর পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।