ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ২৫০ কেজি ইলিশ জব্দ, বেহুন্দি জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আড়াইহাজারে ২৫০ কেজি ইলিশ জব্দ, বেহুন্দি জাল ধ্বংস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ২৫০ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস অফিস। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা মৎস অফিস কর্তৃপক্ষ।

উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আড়াইহাজার উপজেলার খাগকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে বেহুন্দি জাল ও ২৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। ইলিশগুলো কাছের মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।  

এ সময় খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিঁথি, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।