ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
মির্জাপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার কুমারজানী গ্রামে পানিতে ডুবে মিথিলা (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

মিথিলা ওই গ্রামের বাসিন্দা মানিক মিয়ার মেয়ে। সে কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।  

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম শিপন বাংলানিউজকে জানান, বিকেলে মিথিলার মা ও বড় ভাই কুমারজানী রেল লাইনের ব্রিজের নিচে মাছ ধরতে করতে যান। এ সময় মিথিলাও তাদের সঙ্গে যায়। কিন্তু কোনো এক সময় তাদের অগোচরে পানিতে পড়ে ডুবে যায় মিথিলা। পরে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।