ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মহালছড়িতে পানিতে খেলতে নেমে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
মহালছড়িতে পানিতে খেলতে নেমে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

খাগড়াছড়ি: জেলার মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মনাটেক লেকে এই ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো, রানজুনি চাকমা (৬) ও বৃষ্টি চাকমা (১০)। তারা একই গ্রামের মৃত সুরেশ চাকমা ও কাজল চাকমার কন্যা শিশু।

স্থানীয়রা জানান, মনাটেক লেকে খেলতে নেমেছিল ওই দুই শিশু। পরে তারা গভীর পানিতে তলিয়ে যায়। আরেক শিশু তুলনা চাকমার কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০২০
এডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।