ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়া গ্যাস চোরাকারবারি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আশুলিয়া গ্যাস চোরাকারবারি গ্রেফতার যুবলীগ নেতা রাজন ভূঁইয়া।

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস চোরাকারবারির সদস্য ও যুবলীগ নেতা রাজন ভূঁইয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে আশুলিয়ার বেরনের সোনামিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনামিয়া মার্কেটের বারেক ভূঁইয়ার ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা।

পুলিশ জানায়, রাজন ভূঁইয়া জাতীয় সম্পদ গ্যাস চুরির মামলায় পরোয়ানাভুক্ত আসামি। ইউনিয়ন যুবলীগের এই নেতা দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বাড়িওয়ালাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তিতাস গ্যাস এর দায়ের করা মামলায় রাতে তাকে বেরনের সোনামিয়া মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদ বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ নভেম্বর এক শ্রমিককে মারধরের ঘটনায় যুবলীগের এই নেতা গ্রেফতার হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।