ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে পাওয়ার ট্রিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
নাগেশ্বরীতে পাওয়ার ট্রিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করার সময় ফলার নিচে পড়ে হাবিবুর রহমান (০৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার বকুলতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশু হাবিবুর ঐ এলাকার বকুলতলা গ্রামের সাজু খাঁ’র ছেলে।  

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে শিশুটির বড় চাচা রাজু খাঁ পাওয়ার ট্রিলার দিয়ে তার বাড়ির পাশে বকুলতলা জামে মসজিদ সংলগ্ন জমি চাষ করছিল। এক সময় পাওয়ার ট্রিলারের গতি থামিয়ে ইঞ্জিন চালু অবস্থায় জমিতেই রেখে পাশে অন্য একটি কাজে মন দেয়। এ সময় শিশুটি তার অলক্ষ্যে পাওয়ার ট্রিলারের লাঙ্গলের ফলায় হাত দিলে হঠাৎ করেই তা চলতে শুরু করে এবং শিশুটি নিচে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কচাকাটা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এফইএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।