ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌযান কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ২ নৌরুটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
নৌযান কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ২ নৌরুটে ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: সারাদেশে ১১ দফা দাবিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা নৌযান শ্রমিকদের কর্মসূচির কোনো প্রভাব পড়েনি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে।  

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে স্বাভাবিকভাবেই এ দু’টি নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না-লাল নন্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, আমাদের এ দুই নৌরুটে কোননো শ্রমিক সংগঠন নেই এবং শ্রমিক ও মালিকদের সঙ্গে ভালো সর্ম্পক থাকায় কোনো কর্মসূচির প্রভাব পড়ে না এ ঘাট এলাকায়। তাই প্রতিদিনের মতো সকাল থেকে স্বাভাবিকভাবেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী নিয়ে ৩৩টি লঞ্চ চলাচল করছে।

উল্লেখ্য, শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি হলো- বাল্কহেডসহ সব নৌযান ও নৌপথে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করা; ২০১৬ সালে ঘোষিত গেজেট অনুযায়ী নৌযানের সর্বস্তরের শ্রমিকদের বেতন দেয়া; ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস এবং মালিক কর্তৃক খাদ্যভাতা দেয়া; সব নৌযান শ্রমিকের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ; অ্যানডোর্স, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ; কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ; প্রত্যেক নৌশ্রমিককে মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেয়া; নদীর নাব্যতা রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন; মাস্টার/চালক পরীক্ষা, সনদ বিতরণ ও নবায়ন এবং বেআইনি নৌচলাচল বন্ধ করা; নৌপরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ ও নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।