ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পীর হাবিবের বাসায় হামলা: জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
পীর হাবিবের বাসায় হামলা: জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় দেখা গেছে, সাংবাদিক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে তা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও অংশগ্রহণ আছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এই হামলার পেছনে সুনামগঞ্জের কোনো মহল জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বক্তারা।  

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।  

সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশের সভাপতি শাহজাহান চৌধুরী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক একে কুদরত পাশা, শহীদনুর আহমেদ প্রমুখ।  

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী সামু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকর্মী আশরাফ শাহীন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জাপা নেতা জামাল উদ্দিন, মহিম তালুকদার, যুবলীগ নেতা রাসেল চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ স্বজন, সাংবাদিক জাকির হোসেন, লুৎফুর রহমান, বিশ্বজিৎ সেন পাপন, আব্দুস সালাম, কর্ণবাবু দাস, রুজেল আহমদ, লিপসন আহমদ, আল-হাবিব, নজরুল প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল মানববন্ধন সঞ্চালনা করেন।  

আমির হোসেন আমুর নিন্দা
সামাজিক  যোগাযোগ  মাধ্যমে  গুজব  ছড়িয়ে  একটি  মহলের অপতৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এই অপতৎপরতার অংশ হিসেবে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক , খ্যাতিমান কলামিস্ট ও সাংবাদিক পীর হাবিবুর রহমানের উত্তরার নিজ বাসায় গুজব ছড়িয়ে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান তিনি।
 
আমির হোসেন আমু একই সঙ্গে এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার যখন গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী তখন মুক্ত চিন্তার একজন সাহসী কলম সৈনিকের বাসায় হামলা নানামুখী চিন্তার জন্ম দেয়। এই ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য ও ষড়যন্ত্র ছিলো তা খুঁজে বের করতে আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।