ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৪ নারীসহ ৬ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
ফেনীতে ৪ নারীসহ ৬ জনের কারাদণ্ড

ফেনী: ফেনী শহরে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবী ও গণ উপদ্রব সৃষ্টির দায়ে চার নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী শহরের রাজাঝির দীঘি সংলগ্ন জেলা পরিষদের শিশু পার্কের সামনে অভিযান চালিয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে চার নারীকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকোর খালেদা আক্তার, নোয়াখালীর কবিরহাটের কোহিনুর, কুমিল্লা কমলনগরের নাছিমা ও চাঁদপুরের কচুয়ার ফাতেমা বেগম।

ফেনীর রাজাঝির দীঘির পাড়ের একাধিক ভাসমান ব্যবসায়ীরা জানান, ওই নারীরা দীর্ঘদিন ধরে শিশু পার্ক এলাকায় প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপের আহ্বান জানিয়ে জনসাধারণকে বিরক্ত করতেন। এর আগেও তাদের এ ব্যাপারে সাবধান করা হয়েছিল। কিন্তু তারা সেটি কর্ণপাত করেননি। বিকেলে ওই স্থানে তাদের পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন।

এদিকে বিকেলে শহরের মাস্টার পাড়ায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ফুলগাজীর উত্তর শ্রীপুরের রাজীব চন্দ্র সূত্রধরকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকায় মাদক সেবনের অপরাধে ফেনী সদরের ধলিয়ার মাছিমপুরের আবু ইউসুফ নামে অপর এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিদর্শক শাহীন শওকত, ফেনীর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।