ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ আহত ব্যক্তি। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সদর উপজেলার ধনপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ধনপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত হোসেন মণ্ডলের ভাই ইব্রাহিম মণ্ডল জানান, এলাকার সামাজিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আমিন মণ্ডল ও একই ওয়ার্ডে সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বুধবার স্থানীয় বিলের জমিতে বাঁধ কাটাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের সমর্থকরা সভাপতি আমিন মণ্ডল সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হোসেন মণ্ডল (৭০), সুরোত মণ্ডল (৫৫) ও বাকিয়ার রহমানসহ (৩৪) কমপক্ষে ১০ জন আহত হয়।

আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে হোসেন মণ্ডল ও বাকিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল আহসান বাংলানিউজকে বলেন, মারামরি ঘটনায় হোসেন মণ্ডল নামের এক ব্যক্তির দুইটি পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাকিয়ার নামের অপর এক ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মাগুরা হাসপাতালে চিকিৎসা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, ধনপাড়া বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।