ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে গৃহকর্তার যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে গৃহকর্তার যাবজ্জীবন  প্রতীকী ছবি

রংপুর: রংপুরে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে গৃহকর্তা নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের পহেলা বৈশাখের দিন দুপুরে ভুক্তভোগী ওই গৃহকর্মীকে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে গৃহকর্তা নয়া মিয়া। ভুক্তভোগী ওই নারী প্রায় সময় তার বাড়িতে কাজ করতো সেই সুযোগে গৃহকর্মীর বাড়িতে যাতায়াত ছিল নয়া মিয়ার। পরে গৃহকর্মী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় সালিশে আসামি নয়া মিয়া ধর্ষণের কথা স্বীকার করে তাকে তিন দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিয়ে না করায় ছয় মাসের গর্ভাবস্থায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণের মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় এক যুগ বিচারকার্য চলার পর মঙ্গলবার আসামি নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।