ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ার ভজনপুরে জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
তেঁতুলিয়ার ভজনপুরে জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: নর্দান বাংলাদেশ ইন্ট্রিগেটেড ডেভলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) ও এলজিইডির বাস্তবায়নে নয় কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর জিসি-শালবাহান জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে এই সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান, তেঁতুলিয়া এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।